আমাদের ভারত, বালুরঘাট, ৩ ডিসেম্বর: বুলবুলে ক্ষতিগ্রস্থ পরিবারগুলির পাশে দাঁড়াতে সাহায্যের হাত বাড়াল হিলি এক্সপোর্ট এন্ড ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন। জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ লক্ষ টাকা প্রদান সদস্যদের। মঙ্গলবার বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবনে জেলা শাসকের হাতে সাহায্যের চেক তুলে দেন সংগঠনের সদস্যরা। একই সাথে স্টাফ অ্যাসোসিয়েশনের তরফে আরও ১৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে। এদিন হিলি এক্সপোর্ট অ্যান্ড ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের পাঁচ জনের প্রতিনিধি দল জেলা শাসকের সাথে দেখা করেন। যেখানে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক সনজিৎ মজুমদার, সহ সভাপতি অশোক আগরওয়ালা, উদয় বর্মন, সিটু জৈন প্রমুখ।
সংগঠনের সহ সভাপতি অশোক আগরওয়াল জানিয়েছেন, সম্প্রতি ঘুর্ণিঝড় বুলবুলে প্রচুর মানুষের ক্ষতি হয়েছে। যাদের পাশে দাঁড়াতেই তাদের এই ক্ষুদ্র প্রয়াস। অন্যান্য সংগঠনকেও এমন কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
দক্ষিণ দিনাজপুরের জেলা শাসক নিখিল নির্মল জানিয়েছেন, বুলবুলে ক্ষতিগ্রস্থ পরিবারগুলির পাশে দাঁড়াতে উদ্যোগী হয়েছে হিলি এক্সপোর্ট অ্যান্ড ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন। এদিন তাঁরা ১ লক্ষ টাকার চেক তুলে দেন। সেটি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর ব্যবস্থা করবেন তিনি। এব্যাপারে সাধ্যমত সকলেরই এগিয়ে আসা উচিত বলেও জানান তিনি।