Hijab, saffron ফের হিজাব বিতর্ক দেখা দিল কর্নাটকে, পাল্টা গেরুয়া স্কার্ফ পড়ে বিক্ষোভ

আমাদের ভারত, ৮ মার্চ:
কর্নাটকে ফের মাথাচাড়া দিল হিজাব বিতর্ক। কলেজ পড়ুয়া এক তরুণী হিজাব পরে আসায় পাল্টা প্রতিবাদে বিক্ষোভ দেখিয়ে গেরুয়া স্কার্ফ পরল অন্য আরেক দল ছাত্রী।

বছর দু’য়েক আগে হিজাব বিতর্কের স্মৃতি উস্কে দিয়েছে এই ঘটনা কর্নাটকে। ২০২২ সালে কর্নাটকে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরা নিষিদ্ধ করে দিয়েছিল তৎকালীন বিজেপি সরকার। কিন্তু কয়েকদিনের মধ্যেই সেই নিষেধাজ্ঞা উড়িয়ে বেশ কয়েকটি কলেজের ছাত্রীরা হিজাব পরে আসতে শুরু করেছিল। সেখান থেকে শুরু হয় বিপত্তি।

এবার হাসানের বৌদ্ধ শৌধ কলেজে হিজাব পরে আসে এক ছাত্রী। কিন্তু কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে ওই ধরনের কাপড় মাথায় জড়িয়ে সে কলেজে এসেছিল, তার নাকি কানে কোনও সমস্যা হয়েছিল । তাই কান ঢেকে এসেছিল সে। তার পরিবারের সঙ্গে কথা বলেন কলেজ কর্তৃপক্ষ। আগামী দিনে ওই ছাত্রী হিজাব পরে আসবেন না বলে আশ্বাস দেন।

কিন্তু ওই ঘটনার বিরুদ্ধে কলেজে বিক্ষোভ শুরু করে একদল ছাত্রী। হিজাবের পাল্টা গেরুয়া রং এর স্কার্ফ মাথায় জড়িয়ে তারা কলেজে আসতে শুরু করেন। তাদের অভিযোগ কেন এক ছাত্রী হিজাব পরে আসবে? সেই নিয়ে বিক্ষোভ দেখায় তারা কলেজ চত্বরে। কলেজ কর্তৃপক্ষ তাদের বিক্ষোভ থামাতে বলে, ওই ছাত্রী আর হিজাব পরে আসবে না।

গোটা ঘটনায় উস্কে দিয়েছে ২০২২ সালের হিজাব বিতর্কের স্মৃতি। বছর দু’য়েক আগে কর্নাটকে বিজেপি সরকারের আমলে মুখ্যমন্ত্রী বিএস বোম্মাই শিক্ষা প্রতিষ্ঠান হিজাব নিষিদ্ধ ঘোষণা করেছিলেন, যা নিয়ে উত্তপ্ত হয় রাজ্য রাজনীতি। দেশ জুড়ে শুরু হয়েছিল বিতর্ক। এই নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে মামলা করা হয় কর্নাটক হাইকোর্টে। সেখানেও নিষেধাজ্ঞা জারির পক্ষে নির্দেশ দেওয়া হয়। এরপর মামলা পৌঁছয় সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতের রায় বের হওয়া অবধি হাইকোর্টের নির্দেশই কার্যকর আছে। কিন্তু গত কয়েক দিনে সেই নির্দেশ অমান্য করে হিজাব পরায় উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *