আমাদের ভারত, কলকাতা, ১০ ফেব্রুয়ারি: হিজাব কোথাও পোষাক বিধি হতে পারে না। বৃহস্পতিবার এই মন্তব্য করলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (দক্ষিণবঙ্গ প্রান্ত) রাজ্য সভাপতি সুদীপ্ত মুখোপাধ্যায়।
ইন্ডিয়ান ইন্সটিট্যুট অফ ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির খননবিদ্যা বিভাগের অধ্যাপক সুদীপ্তবাবু এই প্রতিবেদককে জানান, “শিক্ষা মানুষের মনের সংকীর্ণতা দূর করে। শিক্ষাঙ্গনের মত পবিত্র স্থানে, পোষাকবিধির বিরোধিতা করে এক ধরনের সংকীর্ণ মনের পরিচয় দিয়েছেন হিজাব পড়ে যাঁরা কলেজে এসেছিলেন। শিক্ষা প্রতিষ্ঠান চলে নিজস্ব নিয়মে। সেখানে পোষাকবিধি থাকলে তা মানাই উচিত।
যে কোনও প্রতিষ্ঠানের পোষাকবিধিকে সম্মান করা উচিত। উদাহরণস্বরূপ বলা যায় সেনাবাহিনীতে নিজস্ব পোশাক বিধি আছে, সেখানে একজন মুসলিম মহিলা হিজাব পরতে পারেন না। মুসলিম মহিলা ডাক্তারও চিকিৎসা প্রতিষ্ঠানের কাজের সময়ে তার পোশাক বিধি মেনে চলেন।
সেই ভাবে শিক্ষাঙ্গনের বিধি মেনে চলা প্রত্যেকটি নাগরিকের কর্তব্য হওয়া উচিত বলে আমি মনে করি। শিক্ষা প্রতিষ্ঠানের বিধি নিয়মকে ছোট করে দেখা উচিত নয়। শৃঙ্খলাই হলো যে কোনও প্রতিষ্ঠানের মেরুদন্ড।”