আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৯ এপ্রিল: পশ্চিম মেদিনীপুর জেলার দক্ষিণপন্থী শিক্ষক আন্দোলনের মুখ ও তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির জেলা নেতৃত্ব রাজীব মান্না আজ অতিরিক্ত জেলা শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর জরুরি ত্রাণ তহবিলে দু’লক্ষ এক হাজার টাকার চেক তুলে দিলেন।
রাজীববাবু জানান, সংগঠনের রাজ্য সভাপতি দিবেন্দু সাহার তরফে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সাহায্য করার জন্য অনুরোধ আসে। সেইমতো আজ অতিরিক্ত জেলাশাসকের হাতে চেকটি তুলে দেওয়া হয়েছে। এরপর তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা রাজীব বাবু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যেভাবে করোনার মোকাবিলা করছে তার প্রশংসা করে জেলার শিক্ষক শিক্ষিকাদের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সাহায্য করার আহ্বান জানান।