পুরুলিয়ার পরিযায়ী শ্রমিকদের গরিব কল্যাণ রোজগার অভিযানে যুক্ত করার রায় হাই কোর্টের

সাথী দাস, পুরুলিয়া, ৭ সেপ্টেম্বর: কোভিডের জেরে চল্লিশ হাজারেরও বেশি পরিযায়ী শ্রমিক ফিরে এসেছেন পুরুলিয়া জেলায়। এবার তাঁদের রুটিরুজির জন্য কলকাতা হাইকোর্টের রায় নিয়ে এলেন বিধানসভার কংগ্রেসের ডেপুটি দলনেতা তথা পুরুলিয়ার বাঘমুণ্ডির বিধায়ক নেপাল মাহাতো। সোমবার  তিনি বলেন, পরিযায়ী শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন গরীব কল্যাণ রোজগার অভিযান। কিন্তু পুরুলিয়া জেলা বা এই রাজ্য কোথাও এর সুবিধা পাচ্ছিলেন না পরিযায়ী শ্রমিকরা। এই নিয়ে কেন্দ্রীয় ও রাজ্য সরকার পরস্পরকে দোষ চাপাচ্ছিলেন।

বিষয়টি নিয়ে তিনি ৯ জুলাই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে একটি পিআইএল করেন। তার ভিত্তিতে প্রধান বিচারপতি টি বি রাধাকৃষ্ণন এবং বিচারপতি শুভাশিস দাশগুপ্ত রায় দেন তিন সপ্তাহের মধ্যে নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে এনিয়ে পদক্ষেপ করার জন্য। নেপালবাবু বলেন, “এই রায়ের ফলে পুরুলিয়া জেলায় চল্লিশ হাজারেরও বেশি পরিযায়ী শ্রমিক উপকৃত হবেন। তাঁরা রেল সহ বিভিন্ন সরকারি বিভাগে কাজ পাবেন। এতে রোজগার হবে তাঁদের।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী গরীব কল্যাণ রোজগার অভিযানে পঞ্চাশ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে। তিনি আরও জানান, আজই এই রায় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে একটি চিঠি লিখেছেন। তিনি অনুরোধ করেছেন যাতে এই রায়ের মাধ্যমে রাজ্যের উপযুক্ত সব জেলায় প্রধানমন্ত্রী গরিব কল্যাণ রোজগার যোজনা প্রকল্পের সুবিধা পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *