আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২১ অক্টোবর : মানুষ ম্যাচিওর আছেন হাইকোর্টের নির্দেশ মানবেন কিন্তু তৃণমূলকে নিয়ন্ত্রণ করবে কে? তমলুকের শালগেছিয়াতে একটি দুর্গাপূজার উদ্বোধন এসে এই কথা বললেন বিজেপি রাজ্য সম্পাদক সায়ন্তন বসু। তিনি আরও বলেন, হাইকোর্ট রায় দিয়েছেন কিন্তু ইমপ্লিমেন্ট করবে রাজ্য সরকার সেটা নিয়েই তাদের সন্দেহ, কতটা পারবে রাজ্য সরকার। তিনি বলেন, তৃণমূলের নেতারা পুজোতে কম্পিটিশন করে। তৃণমূলকে কি নিয়ন্ত্রণ করতে পারবে? সায়ন্তন বসু জানান, পুলিশ লকাপে মৃত রায়গঞ্জ এবং পটাশপুরের বিজেপি কর্মীর মৃতদেহ পুনরায় ময়না তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তিনি বলেছেন, পশ্চিমবঙ্গ ফিট ফর ৩৫৬।
আজ পূর্ব মেদিনীপুরের জেলাসদর তমলুকের শালগেছিয়াতে একটি দুর্গা পুজোর উদ্বোধনের মাধ্যমে জনসংযোগ যাত্রা করলেন। ফিতে কেটে প্রদীপ জ্বালিয়ে এবং মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দিয়ে তিনি আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পর তিনি বলেন, পুজোর সময়ে বিজেপির কার্যকর্তা মিলিত হবেন। জনসংযোগ করবেন। পুজো হোক ভক্তিভরে, তবে কোভিডকে নিয়ন্ত্রণ করে, এটাই আমাদের বার্তা। এই অনুষ্ঠানে সায়ন্তন বসু ছাড়াও উপস্থিত ছিলেন জেলার অবজারভার মলয় সিংহ, তমলুক সাংগঠনিক জেলার সভাপতি নবারুণ নায়েক, সহ-সভাপতি আশিস মণ্ডল এবং তমলুক মন্ডলীর সভাপতি সুকান্ত চৌধুরী ও অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।