ড্রোনের মাধ্যমে জঙ্গি হামলার ছক বানিজ্য নগরীতে,সতর্ক করল গোয়েন্দারা, হাই এলার্ট জারি মুম্বাইতে

আমাদের ভারত, ২৭ অক্টোবর: ফের একবার জঙ্গিদের টার্গেটে মুম্বাই। এর আগেও একাধিকবার দেশের বাণিজ্য নগরী মুম্বাই নৃশংস জঙ্গি হামলার সাক্ষী হয়েছে। এবার আরো একবার মুম্বাইয়ে জঙ্গি হামলার আশঙ্কার কথা শুনিয়েছে গোয়েন্দা বিভাগের রিপোর্ট।

গোয়েন্দা রিপোর্ট বলছে মুম্বাইতে বড়োসড়ো নাশকতার ছক কষেছে একদল জঙ্গি সংগঠন। ইতিমধ্যে মহারাষ্ট্র সরকারকে এই বিষয়ে সতর্ক করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে ড্রোন বা ওই জাতীয় কিছু ব্যবহারের মাধ্যমে জঙ্গি হামলা চালানো হতে পারে মুম্বাইতে। তাই আগামী এক মাসের বেশি সময় মুম্বাইতে ওই জাতীয় কিছু ওড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। ড্রোন বা রিমোটের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় এমন মাইক্রো লাইট এয়ারক্রাফট ,এরিয়াল মিসাইল বা প্যারাগ্লাইডিং এর মাধ্যমে হামলা হতে পারে বলে অনুমান গোয়েন্দা সংস্থা গুলির।

ভিভিআইপি অথবা ভিড় থাকে এমন জায়গায় জঙ্গিরা হামলা চালাতে পারে। দীপাবলীর সময় ফিঁদায়ে হামলার ছক কষেছে একাধিক জঙ্গি সংগঠন। তাদের টার্গেট মুম্বাইয়ের আইনি ব্যবস্থা ভেঙে দিয়ে রাষ্ট্রীয় সম্পত্তি ক্ষতি করা।

গোয়েন্দাদের রিপোর্টে বলা হয়েছে দিওয়ালির সময় হামলার ছক কষেছে জঙ্গিরা। মুম্বাই পুলিশের তরফে ৩০ অক্টোবর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত শহরের কোথাও ড্রোন’ ওড়ানোর যাবে না বলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইতিমধ্যেই শহরজুড়ে শুরু হয়েছে বিশেষ নজরদারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *