ভারতেই শিকড় লুকিয়ে! হিন্দু হিসেবেই ভারতের সঙ্গে চিরকাল তার সংযোগ থাকবে, বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক

আমাদের ভারত, ৭ সেপ্টেম্বর: এর আগেও বার বার তিনি বলেছেন, তিনি একজন গর্বিত হিন্দু। এবার নিজের সেই হিন্দু পরিচয় নিয়ে বলতে গিয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক জানালেন হিন্দু হিসেবেই ভারতের সঙ্গে চিরকাল তার সংযোগ থাকবে। ভারতেই তার শিকড় লুকিয়ে আছে।

একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, “আমার ভারতীয় শিকড় নিয়ে আমি অত্যন্ত গর্বিত। ভারতের সঙ্গে যে আমার যোগসূত্র আছে সেটা নিয়েও আমি অত্যন্ত গর্বিত। আমার স্ত্রী ভারতীয়, আর গর্বিত হিন্দু হওয়ার অর্থ হলো যে, চিরকাল ভারত এবং ভারতের মানুষের সঙ্গে আমার যোগসূত্র থাকবে।” ঋষি সুনক জানান, তিনি যখন ব্রিটেনের প্রধানমন্ত্রী হন তখন ভারতীয়দের মধ্যে যে প্রতিক্রিয়া তিনি দেখতে পেয়েছিলেন সেটা অভাবনীয়।

সুনক বলেন, প্রধানমন্ত্রীর চেয়ারে বসার পরেই তিনি ডাউনিং স্ট্রিটে দীপাবলীর অনুষ্ঠান শুরু করেছেন। তিনি বলেন,”১০ নম্বর ডাউলিং স্ট্রিটে প্রচুর ব্রিটিশ ভারতীয় মানুষকে অভ্যর্থনা জানানোর সুযোগ পাওয়ায় এবং আলো ও ফুল দিয়ে পুরো বাড়িটাকে সাজিয়ে তোলা দৃশ্য দেখলে অত্যন্ত গর্ববোধ হয়। ওটা আমার জন্য অত্যন্ত একটা আবেগপ্রবণ মুহূর্ত।”

তিনি আরো বলেন, ভারতের সঙ্গে যোগসূত্র নিয়ে তার যেরকম অনুভূতি আছে, সেই একই রকম অনুভূতি রয়েছে ব্রিটেনে প্রচুর মানুষের। তার কথায়, আমাদের দেশের শক্তি হলো বৈচিত্র্য। প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে একাধিকবার সেই বিষয়টা একেবারে সামনে থেকে চাক্ষুষ করার অভিজ্ঞতা হয়েছে।”

হালকা মেজাজে সুনক বলেন, রাজনীতি থেকে পরিবারকে দূরে সরিয়ে রাখার বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার মূল্যবোধকে অত্যন্ত সম্মান করেন আমার স্ত্রী ও দুই মেয়ে। একই কাজ করেন আমার বাবা ও মা এবং শ্বশুর শাশুড়ি।

অন্যদিকে ভারত ও ব্রিটেনের বাণিজ্য চুক্তির বিষয়ে সুনক জানান, ওই চুক্তি হয়ে গেলে ২০৩০ সালে ভারত এবং ব্রিটেনের মধ্যে বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করার যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে তা পূরণ হয়ে যাবে। ওই বাণিজ্য চুক্তি সম্পন্ন হলে ব্রিটেনের বাজারে নিজেদের পণ্য বিক্রি করতে পারবেন ভারতীয় রপ্তানিকারকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *