ফর্মের ইউনিক নম্বরে লুকিয়ে ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর চাবিকাঠি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজেন রায়, কলকাতা, ১২ আগস্ট: রাজ্যের মহিলাদের জন্য এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বিস্তারিত ব্যাখ্যা করলেন মুখ্যমন্ত্রী। কিভাবে আবেদন করলে লক্ষ্মীর ভান্ডারে টাকা পাওয়া যাবে, নবান্নে সাংবাদিক বৈঠকে বিস্তারিত বুঝিয়ে দেন তিনি। আগামী ১৬ অগস্ট থেকে রাজ্যজুড়ে যে ‘দুয়ারে সরকার’ প্রকল্প শুরু হতে চলেছে, তার মাধ্যমেই এই প্রকল্পে নথিভুক্ত হওয়া যাবে বলে এ দিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন। পাশাপাশি ‘দুয়ারে রেশন’ পৌঁছে দেওয়ার বন্দোবস্ত চলতি বছরের ভাইফোঁটার দিন থেকেই শুরু হবে বলে জানান মমতা।

মুখ্যমন্ত্রী জানান, পুরোপুরি বিনামূল্যে এই প্রকল্পে আবেদন জানানোর ফর্ম পাওয়া যাবে। দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য কাউন্টার থাকবে, সবার প্রথম সেখানে যেতে হবে। সেখানে গেলেই একটি ফর্ম পাওয়া যাবে। সেই ফর্মে একটি নির্দিষ্ট নম্বর থাকবে। সেই নম্বরের রেকর্ড সরকারের কাছেও থাকবে। এই ফর্ম কোনও ভাবে জেরক্স বা ডুপ্লিকেট করা যাবে না। এই ফর্ম ছাড়া অন্য কোনও ফর্ম নেওয়াও হবে না। কেউ যাতে এই ফর্মের অপব্যবহার করতে না পারে তার জন্যই এই ব্যবস্থা।”

কিভাবে করতে হবে এই আবেদন? মুখ্যমন্ত্রী বলেন, “ফর্মটা পাওয়ার পর আপনারা ওখানেই ফর্মটা ফিলআপ করে জমা দেবেন। মনে রাখবেন, ফর্মের সঙ্গেই কম্পিউটার জেনারেটেড ইউনিক নম্বরটা থাকবে। এটার সঙ্গে আধার কার্ডও লিঙ্ক করে দেওয়া হবে। এই নম্বরটাই ফর্ম ফিলাপের জন্য স্বীকার্য হবে। ঘুরপথে যদি কেউ অন্যভাবে ফর্ম জোগাড় করে তা জমা দেওয়ার চেষ্টা করে, সেটা কিন্তু মেনে নেওয়া হবে না। শুধুমাত্র দুয়ারে সরকার শিবির থেকেই ফর্ম নিতে হবে।” তবে গোটা প্রক্রিয়ার ক্ষেত্রে যদি কোনও বেনিয়মের অভিযোগ থাকে, তার জন্য পৃথক হেল্পলাইন নম্বরও চালু করেছে রাজ্য। এই নম্বরটি সোজা মুখ্যমন্ত্রীর দফতরের সঙ্গে সংযুক্ত থাকবে। ১০৭০ অথবা ২২১৪ ৩৫২৬- এই টোল-ফ্রি নম্বরে ফোন করে অভিযোগ জানালেই সরকার ব্যবস্থা নেবে। আগামী ১৬ অগস্ট থেকে গোটা রাজ্যজুড়ে দুয়ারে সরকারের মোট ১৭ হাজার ১৬ টি ক্যাম্প শুরু হবে বলে জানান মুখ্যমন্ত্রী। চলবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *