পুলিশের কাজের জন্য রাজ্যে ১১২০ ও পুরুলিয়ায় ৪২টি বাইক দিল হিরো

সাথী দাস, পুরুলিয়া, ১৪ মে: রাজ্য পুলিশের কাজে আরও গতি আনতে সাহায্যের হাত বাড়িয়ে দিল হিরো মোটোকর্প। আজ পুরুলিয়া পুলিশ লাইনে আয়োজিত একটি অনাড়ম্বর অনুষ্ঠানে ৪২টি বাইকের চাবি অতিরিক্ত জেলা পুলিশ সুপার পিনাকি দত্তর হাতে তুলে দেন অশ্বিনী হিরোর কর্ণধার মৃত্যুঞ্জয় দাঁ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ৪২টি বাইক জেলার বিভিন্ন থানায় টহলদারি ও ট্রাফিক ব্যবস্থার জন্য পুলিশ কর্মীদের দেওয়া হবে।

অতিরিক্ত পুলিশ সুপার পিনাকি দত্ত জানান, পুলিশের কাজে সাহায্য করতেই বাইক দেওয়ার উদ্যোগ নিয়েছে কোম্পানি। রাজ্য পুলিশকে ১১২০ টি মোটর সাইকেল দিয়েছেন তারা। যেখানে ছোট গাড়ি নিয়ে চলাচল করতে সমস্যা হয়, সেই সমস্ত জায়গায় এই বাইকগুলিকে টহলদারির কাজে ব্যবহার করা হবে।” আজ ওই অনুষ্ঠানে পুরুলিয়া জেলা ছাড়াও হাওড়া পুলিশ কমিশনারেটকে ৩৬ টি, সুন্দরবন জেলাকে ৯ টি এবং কলকাতাকে ১৩ টি মোটর সাইকেল তুলে দেওয়ার কথা জানান পুরুলিয়া অশ্বিনী হিরোর ম্যানেজিং ডিরেক্টর সৌরভ দাঁ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *