দুই লক্ষ টাকার নিষিদ্ধ বাজি আটক করল হেমতাবাদ থানার পুলিশ

Lস্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১২ নভেম্বর: তল্লাশি অভিযান চালিয়ে দুই লক্ষ টাকার নিষিদ্ধ আতসবাজি ও শব্দবাজি আটক করল হেমতাবাদ থানার পুলিশ। বুধবার রাতে রায়গঞ্জ পুলিশ জেলার ডি এস পি রিপন বলের নেতৃত্বে হেমতাবাদ থানার বিশাল পুলিশবাহিনী কাঁকড়সিং, বাঙালবাড়ি ও হেমতাবাদ বাজারে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমানে আতসবাজি ও শব্দবাজি উদ্ধার করে। তবে কেউ গ্রেফতার হয়নি।

হাইকোর্টের নির্দেশ অনুযায়ী দীপাবলি উৎসবে বাজি বিক্রি ও বাজি পোড়ানো যাবে না। কোনও দোকানদারই বাজি বিক্রি করতে পারবে না। এরপর বাজি বিক্রেতারা সুপ্রিমকোর্টের দ্বারস্থ হলে দেশের সর্বোচ্চ আদালতও কলকাতা হাইকোর্টের নির্দেশকেই বহাল রাখে। রাজ্য সরকার সাধারন মানুষের কাছে আবেদন রাখে বাজি না পোড়ানোর। রাজ্যের সবকটি থানার পুলিশ বাজি বিক্রি বন্ধের অভিযানে নামে। বুধবার রায়গঞ্জ পুলিশ জেলার ডি এস পি রিপন বল এবং হেমতাবাদ থানার ওসি দিলীপ রায়ের নেতৃত্বে হেমতাবাদ থানার বিশাল পুলিশবাহিনী হেমতাবাদ ব্লকজুড়ে আতসবাজি তল্লাশি অভিযানে নামে।

রায়গঞ্জ পুলিশ জেলার ডি এস পি রিপন বল জানিয়েছেন, হেমতাবাদ বাজার এলাকা এবং বাঙালবাড়ি, কাঁকড়সিং এলাকা থেকে ২ লক্ষাধিক টাকার বেশি আতসবাজি ও নিষিদ্ধ শব্দবাজি বিভিন্ন দোকান থেকে উদ্ধার করা হয়েছে। কাউকে গ্রেফতার করা না গেলেও নির্দিষ্ট দোকান মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *