আমাদের ভারত, মেদিনীপুর, ২৯ এপ্রিল: আজ শালবনী ব্লকের গোয়ালডিহি গ্রামপঞ্চায়েতের জোড়াকুসমা, শুশুনি বাড়ি, বাগমারি গ্রামের হতদরিদ্র দিন আনা দিন খাওয়া মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়েছে হিল নামক একটি বন্য প্রাণী সঃরক্ষণ সংগঠন। সংগঠনের পক্ষ থেকে মৃণাল কোটাল ও গ্রাম পঞ্চায়েত তপন নায়েকের তত্ত্বাবধানে ৭৫ টি পরিবারকে খাদ্য সামগ্রী দেওয়া হয়।প্রতিটি পরিবারকে ৫ টি করে ডিম, তেল, আলু, ডাল, সাবান ইত্যাদি নিত্যপ্রয়োজনীয় পণ্য তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি পিংলা ব্লকের দুজিপুর, বড়াগেড়িয়া, ব্রাহ্মণবাড় এলাকার দুঃস্থ মানুষদের হাতে নিত্য প্রয়োজনীয় খাদ্য প্রদান করছেন মন্ত্রী সৌমেন মহাপাত্র। এদিন প্রায় ৩৫০০ জন দুঃস্থ মানুষদের হাতে খাদ্য তুলে দেওয়া হয়।
অন্যদিকে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি প্রসেনজিৎ দা এর ব্যক্তিগত উদ্যোগে আজ মেদিনীপুর বিধানসভার অন্তর্গত চাঁদড়া ২ নং অঞ্চলে প্রায় ২০০০ মানুষের মধ্যে খাবার বিতরণ করে নরনারায়ণ সেবা করা হয়েছে।