আমাদের ভারত, ২২ আগস্ট: কমার বদলে
বঙ্গে বৃষ্টি আরও বাড়বে। সোমবার থেকে বুধবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ দক্ষিণ বঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ফের নিম্নচাপ। আর তার প্রভাবে পূর্ব মধ্য ভারতের রাজ্যগুলিতে সোমবার থেকে বৃষ্টি বাড়বে। ওড়িশা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খন্ডে।
কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হবে আজ ও কাল। দু’এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সোমবার থেকে বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি সর্তকতা জারি করা হয়েছে। সোমবার ভারী বৃষ্টি হবে দক্ষিণ ২৪পরগনা, পূর্ব মেদিনীপুর ,হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমানে।
মঙ্গলবার অতি ভারী বৃষ্টি সর্তকতা জারি করা হয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরে। ঐদিন ভারী বৃষ্টি হবে কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমানের। বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদনীপুর, বীরভূমে। ভারী বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম বর্ধমানেও। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হবে বৃহস্পতিবার পর্যন্ত।
মৎস্যজীবীদের মঙ্গল ও বুধবার সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় মধ্যপ্রদেশে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি সোমবার পর্যন্ত রাজস্থান, গুজরাটেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি সর্তকতা জারি করা হয়েছে।

