স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ১৬ এপ্রিল:
করোনা মোকাবিলায় পর্যাপ্ত মাস্ক ও পরিকাঠামোর দাবিতে নদিয়ার কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে বিক্ষোভ নার্স এবং স্বাস্থ্য কর্মীদের। বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎই বিক্ষোভ দেখিয়ে কাজ বন্ধ করে দেন নার্স ও স্বাস্থ্য কর্মীরা। অভিযোগ, করোনা মোকাবিলায় পর্যাপ্ত পরিমানে সামগ্রী দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। যদিও ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে জেলা প্রশাসন এর আধিকারিকরা।