আর্থিক বৈষম্যের অভিযোগে বিক্ষোভ কৃষ্ণনগর গ্লোকাল নার্সিংহোমের স্বাস্থ্যকর্মীদের

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ১৪ নভেম্বর:
কৃষ্ণনগরে গ্লোকাল নার্সিংহোমের বিরুদ্ধে অভিযোগ উঠল আর্থিক বৈষম্যের। অভিযোগ যারা এতদিন ধরে বিপদকালীন স্বাস্থ্য কর্মী হিসাবে বারো ঘন্টা ধরে পিপিই পরে রোগীদের সেবা করে সুস্থ করে বাড়ি পাঠাচ্ছেন তাদের নিজেদেরই কোনও নিরাপত্তা নেই। তারা নিজেরা স্বাস্থ্যকর্মী হয়েও তাদের জন্য কোনো স্বাস্থ্য বিমা নেই। ১২ ঘন্টা ডিউটি করার পর তাদের মাস গেলে বেতন পান মাত্র ৮০০০ টাকা। আর যেসব রোগীদের তারা সুস্থ করে তোলেন সেইসব রোগীরা পরবর্তীতে সি এম ও এইচ দপ্তর থেকে কোভিড ওয়ারিয়রস হিসাবে ১৫ হাজার টাকা বেতনে এই একই কাজে যোগ দিচ্ছে। একই কাজে বেতন বৈষম্য দেখা দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *