আমাদের ভারত, লালগড়, ১২ মে: ফ্লোরেন্স নাইটিঙ্গেলের ২০০তম জন্মদিবস ও রবীন্দ্র জয়ন্তী পালিত হয়েছে ঝাড়গ্রাম জেলার লালগড় নার্সিং প্রশিক্ষণ বিদ্যালয়ে। মঙ্গলবার বিদ্যালয়ের হল ঘরে নাইটিঙ্গেলের সম্বন্ধে বিস্তারিত আলোচনার পাশাপাশি নাচ, গান ও আবৃত্তি পাঠ করেন নার্সিং শিক্ষিকারা। করোনা মোকাবিলায় যাঁরা সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করে চলেছেন সেই যোদ্ধাদের উদ্দেশ্যে এনআরএসের স্বাস্থ্যকর্মী শ্রাবণী পাত্রের লেখা একটি গানের মধ্যে দিয়ে শেষ হয় এদিনের অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালগড় নার্সিং প্রশিক্ষণ বিদ্যালয়ের অধ্যক্ষা পাপিয়া পাল, শিক্ষিকা মহাশ্বেতা দেবনাথ, অতসী মিশ্র ছাড়াও অনান্য শিক্ষিকারা।