রামপুরহাটে করোনায় আক্রান্ত স্বাস্থ্যকর্মী, বন্ধ করা হল অফিস

আশিস মণ্ডল, রামপুরহাট, ৯ জুলাই: ফের স্বাস্থ্যকর্মী আক্রান্ত। এবার রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালের এক কম্পিউটার অপারেটরের করোনা পজিটিভ ধরা পড়ায় আতঙ্ক ছড়িয়েছে
হাসপাতালজুড়ে। বুধবারই ওই স্বাস্থ্যকর্মীকে রামপুরহাটের করোনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের ওই স্বাস্থ্য কর্মীর পরিবারের ১৩ জন্য সদস্যকে নিয়ে যাওয়া হয়েছে কোয়ারেন্টাইন সেন্টারে। এলাকা বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে।

বীরভূম জেলায় এখনো পর্যন্ত দুজন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হলেন করোনায়। এর আগে ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের রাতমা স্বাস্থ্য কেন্দ্রের নার্স আক্রান্ত হয়েছিলেন। তিনি সুস্থ হয়ে ফিরে এসে লড়াই শুরু করেছেন। এবার রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালের এমএসভিপি এবং ডেপুটি সুপারিনটেন্ডেন্টের ঘর লাগোয়া আকাউন্ট সেকশনে কম্পিউটার ডাটা অপারেটরের আক্রান্ত হওয়ার ঘটনায় আতঙ্ক ছড়াল। রিপোর্ট আসার পর থেকেই ওই বিভাগ সিল করে দেওয়া হয়েছে। স্যানিটাইজ করার পর ফের অ্যাকাউন্ট সেকশন খোলা হবে বলে জানা গিয়েছে। ওই স্বাস্থ্যকর্মী আক্রান্ত হওয়ায় তিনি যে বাড়িতে থাকতেন রামপুরহাট পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের সেই বাড়ি সিল করে দেওয়া হয়েছে। এদিন দুপুরের দিকে পরিবারের ১৩ জন সদস্যকে কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২ জুলাই প্রথম রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে করোনা প্রবেশ করেছে। মেডিক্যাল কলেজ হাসপাতালের নির্মাণের কাজে কর্মরত এক ঠিকা শ্রমিকের শরীরে ওইদিন করোনা ভাইরাসের হদিশ পাওয়া যায়। এরপর থেকেই কাজ বন্ধ রেখে এলাকা সিল করে দেওয়া হয়। এরপর খোদ হাসপাতালের স্বাস্থ্যকর্মী আক্রান্ত হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে। কারণ ওই এলাকায় অফিস রয়েছে এমএসভিপি সুজয় মিস্ত্রি এবং ডেপুটি সুপারিন্টেনডেন্ট শর্মিলা মৌলিকের। এছাড়া হাসপাতালের গুরুত্বপূর্ণ বিভাগ রয়েছে সেখানে। ফলে বুধবার থেকেই ওই বিভাগের সমস্ত অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। তবে একই বিল্ডিংয়ের নীচে এক্সরে বিভাগে, ওয়ার্ড মাষ্টারের ঘর খোলা রয়েছে। তারাও আতঙ্কিত। এছাড়া ওই বিল্ডিংয়ের নিরাপত্তারক্ষীদের প্রয়োজনীয় পোশাক দেওয়া হয়নি বলে অভিযোগ। জানা গিয়েছে, এলাকা স্যানিটাইজ করার পর ফের স্বাভাবিক কাজকর্ম শুরু করা হবে।

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, বৃহপতিবার স্বাস্থ্য দফতর যে রিপোর্ট হাতে পেয়েছে তাতে জানা গিয়েছে, রামপুরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে ৬ জন এবং বীরভূম জেলা হাসপাতালে ৪ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। পুলিশ প্রশাসন এবং স্বাস্থ্য দফতর সেই সমস্ত এলাকা তৎপরতার সঙ্গে সিল করে দিয়েছে। ওই সমস্ত এলাকায় কঠোর ভাবে লকডাউন পালন করা হবে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *