Medinipur, Medical College, মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তা খতিয়ে দেখলেন স্বাস্থ্য সচিব

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৬ নভেম্বর:কলকাতার পর জেলার মেডিক্যাল কলেজগুলিতে রাত্রির সাথী প্রকল্পের কাজ সহ অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছেন স্টেট লেভেল সিকিউরিটি অডিট কমিটির চেয়ারম্যান সুরজিৎ কর পুরকায়স্থের নেতৃত্বাধীন চার সদস্যের একটি দল। মঙ্গলবার মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার পর স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম এবং সুরজিৎ কর পুরকায়স্থ পশ্চিম মেদিনীপুর জেলা মেডিকেল কলেজের প্রিন্সিপাল, মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও সুপারদের সঙ্গে বৈঠক করেন।

সোমবারই তারা মেদিনীপুর শহরে পৌঁছান। তারপর ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে যান। দুপুর নাগাদ মেদিনীপুর শহরে ফিরে ঝাড়গ্রাম, তমলুক, পুরুলিয়া ও বাঁকুড়া মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল, সুপার এবং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে জেলাশাসকের কার্যালয়ে নিরাপত্তা ও অডিট সংক্রান্ত বিষয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন। পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক ডঃ সৌম্যশঙ্কর সারেঙ্গীও বৈঠকে উপস্থিত ছিলেন।

ডঃ সারেঙ্গী জানান, মঙ্গলবার দলটি মেদিনীপুর মেডিক্যাল কলেজ পরিদর্শন করেন এবং মেদিনীপুর মেডিকেল কলেজ ও বাঁকুড়া মেডিকেল কলেজকে নিয়ে বৈঠক হয়। তারপর মেডিক্যাল কলেজ পরিদর্শন করতে পারেন কমিটির চেয়ারম্যান সহ সদস্যরা।
তিলোত্তমা কাণ্ডের পর রাজ্যের মেডিক্যাল কলেজগুলির নিরাপত্তা বৃদ্ধিতে জোর দেয় রাজ্য সরকার। রাজ্যের প্রাক্তন ডিজি তথা কলকাতার প্রাক্তন নগরপাল সুরজিৎ কর পুরকায়স্থের নেতৃত্বে ৭ সদস্যের একটি দল গড়ে দেন মুখ্যমন্ত্রী। নাম দেওয়া হয়, স্টেট লেভেল সিকিউরিটি অডিট কমিটি।

গত কয়েকদিনে এই কমিটি কলকাতার এসএসকেএম, এন আর এস সহ বিভিন্ন মেডিক্যাল কলেজ পরিদর্শন করে নিরাপত্তা বিষয়ক দিকগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কে আলোচনা করেছেন। এবার তাঁরা জেলায় জেলায় সিকিউরিটি অডিটের কাজ করছেন। রাজ্য সরকারের রাত্রির সাথী প্রকল্পের কাজ কতখানি এগিয়েছে এবং নিরাপত্তা মজবুত করতে আর কী কী প্রয়োজন, সেই বিষয়ে মেদিনীপুরের বৈঠকে তাঁরা খোঁজখবর নিয়েছেন বলে বৈঠকে উপস্থিত এক আধিকারিক জানিয়েছেন। নিরাপত্তা সংক্রান্ত অডিট মিটিংয়ের পর সেই রিপোর্ট চেয়ারম্যান সুরজিৎ কর পুরকায়স্থের নেতৃত্বাধীন দলটি মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের কাছে পৌঁছে দেবেন এবং সেই মতো পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানাগেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *