পার্থ খাঁড়া, পশ্চিম মেদিনীপুর, ৩ মার্চ: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে জেলা স্বাস্থ্য সম্মান ও পুরস্কার বিতরণী উৎসবের আয়োজন করা হয় সোমবার।
এইদিন মেদিনীপুর শহরের প্রদ্যুৎ স্মৃতি সদনে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী ড: মানুষ ভুঁইঞা, জেলাশাসক খুরশেদ আলী কাদরী, জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার, জেলা সভাধিপতি প্রতিভা মাইতি, বিধায়ক সুজয় হাজরা, জেলা স্বাস্থ্য আধিকারিক সহ একাধিক জেলা প্রশাসনিক ব্যক্তিরা।