জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৯ অক্টোবর: শনিবার ভারতীয় জনতা পার্টির উদ্যোগে ঘাটাল সাংগঠনিক এলাকায় ডেবরা বিধানসভার গোবিন্দগড়ের একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি স্বাস্থ্য মেলার আয়োজন করা হয়েছিল। স্বাস্থ্য মেলায় স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়া ও আলোচনা করা হয়। স্বাস্থ্য সচেতনতামূলক প্রচারের পাশাপাশি এদিনের স্বাস্থ্য মেলায় বিনামূল্যে প্রায় পাঁচশ মানুষের স্বাস্থ্য পরীক্ষা ও তাদের ওষুধ দেওয়া হয়।
স্বাস্থ্য মেলায় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির রাজ্য স্বাস্থ্য সেলের কনভেনার ডক্টর অর্চনা মজুমদার, রাজ্য বিজেপির সহ-সভানেত্রী তথা জাতীয় কর্ম সমিতির সদস্যা ভারতী ঘোষ, উত্তম মন্ডল, তারক বেরা এবং ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস সহ অন্যান্যরা। উপস্থিত ছিলেন এলাকা কয়েকশো মানুষ।