আমাদের ভারত, মেদিনীপুর, ২ মে: রাজস্থানের কোটায় পড়তে করতে গিয়ে আটকে পড়া ১২১ জন ছাত্রছাত্রী পশ্চিম মেদিনীপুরে ফিরে এসেছেন। শুক্রবার রাতে খড়্গপুরে পৌঁছানোর পর তাদের বিদ্যাসাগর শিল্প তালুকে নিয়ে় যাওয়া হয়। সেখানে তাদের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি করোনা ভাইরাস পরীক্ষার জন্য লালা রস সংগ্রহ করা হয়েছে। তাদের সকলকেই ছেড়ে দেওয়া হলেও হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছেে বলে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরিশচন্দ্র বেরা জানিয়েছেন।
রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী জেলা প্রশাসন এবং জেলার স্বাস্থ্য ভবন পশ্চিম মেদিনীপুর জেলাকে এ পর্যন্ত অরেঞ্জ জোন হিসেবেই উল্লেখ করেছে। মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, জেলায় নতুন করে করোনা আক্রান্তের কোনো খবর নেই এবং শুক্রবার রাত পর্যন্ত পাওয়া একশো চল্লিশটি রিপোর্টই নেগেটিভ এসেছে।