নদীয়ায় সিংহবাহিনীর স্বাস্থ্য পরীক্ষা শিবির

আমাদের ভারত, নদীয়া, ২ জানুয়ারি: গরিব মানুষের চিকিৎসার জন্য স্বাস্থ্য শিবির করল সিংহবাহিনী। কট্টর হিন্দুত্ববাদী এই সংগঠনের পক্ষ থেকে এদিন দেড়শর বেশি মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয় কোতোয়ালি থানা এলাকার ভালুকায়।

আজ সকাল সাড়ে ১১টা থেকে ভালুকার নবারুণ সংঘ ফুটবল খেলার মাঠে এই স্বাস্থ্য শিবির হয়। যাদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে তাদের আগে থেকেই বাছাই করে রেখেছিল সিংহ বাহিনীর সদস্যরা। এদিন সেইমতো গরিব হিন্দুর স্বাস্থ্য পরীক্ষা করা হয় বলে সংগঠনের সভাপতি দেবদত্ত মাজি জানিয়েছেন। তিনি বলেন, ডা. অর্চিষ্মান ভট্টাচার্য্যের নেতৃত্বে তিন জনের চিকিৎসক দল সারাদিন এই শিবির ছিলেন।

দেড়শ জনের স্বাস্থ্য পরীক্ষার কথা থাকলেও পরে ৪০ জনের মতো মানুষ সেখানে হাজির হন তাদের স্বাস্থ্য পরীক্ষা করাতে, বাধ্য হয়েই তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং সন্ধ্যা পর্যন্ত এই স্বাস্থ্য শিবির চলে। স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি প্রয়োজনমতো প্রত্যেককে ওষুধ দেওয়া হয়। দেবদত্ত মাজি জানিয়েছেন, তারা লকডাউনের সময় বহু মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন, আমফান দুর্গত মানুষকেও সাহায্য করেছেন, গরিব হিন্দুদের সাহায্য করা তাদের অন্যতম কর্তব্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *