আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৬ ডিসেম্বর: সিআরপিএফের নাগরিক কর্মসূচির অন্তর্গত জনসেবামূলক পরিষেবা দেওয়া শুরু হয়েছে। এ/ একশ সাতষট্টি নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে ঝাড়গ্রাম জেলার পাটিনা গ্রাম পঞ্চায়েতের পাতিনা গ্রামে প্রায় দুশো জনের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা করা হয়েছে। তাদের প্রত্যেককে দেওয়া হয়েছে প্রয়োজনীয় ওষুধপত্র। সেই সঙ্গে পাতিনা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পড়াশুনার সুবিধার্থে চার সেট কম্পিউটার দেওয়া হয়েছে।
কম্পিউটার প্রদান অনুষ্ঠান এবং চিকিৎসা শিবিরে উপস্থিত ছিলেন ব্যাটেলিয়ানের কমান্ড্যান্ট এস এন মন্ডল, সহায়ক কমান্ড্যান্ট চঞ্চল মজুমদার এবং নিরীক্ষক একে ভট্টাচার্য। এলাকায় সিআরপিএফের পক্ষ থেকে সারা বছর ধরে নানা রকম সমাজ কল্যাণ মূলক কর্মসূচি নেওয়া হয় বলে ব্যাটেলিয়ানের কমান্ড্যান্ট এস এন মন্ডল জানিয়েছেন।