জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২ আগস্ট:
ইদ ও রাখি বন্ধন উৎসব উপলক্ষ্যে সিপিএমের উদ্যোগে করোনা সচেতনতার কর্মসূচি নেওয়া হয়েছে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও ভারতের ছাত্র ফেডারেশনের সহযোগিতায় মেদিনীপুর শহর পূর্ব এরিয়া কমিটি এলাকায় ১৪টি ওয়ার্ডে করোনা আবহে সচেতনতা বৃদ্ধির জন্য প্রচারপত্র বিলি, মাস্ক বিলি এবং প্রেসার নির্ণয় ও অক্সিমিটার যন্ত্রের মাধ্যমে শরীরে অক্সিজেনের পরিমাণ মাপার এই কর্মসূচি গৃহীত হয়েছে।
রবিবার শহরের ১নং নম্বর ও ৮ নম্বর ওয়ার্ডের দর্জিপাড়া এলাকায় বাড়ি বাড়ি মাস্ক ও প্রচারপত্র বিলি করা হয়। দলের পক্ষ থেকে শহরের বিভিন্ন এলাকায় ১৫ হাজারের বেশি মাস্ক বিলির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন সুব্রত চক্রবর্তী, মানস প্রামানিক, সুব্রত ডল, সৌম্য দেব অধিকারী, অক্ষয় গোপ নীলোৎপল চ্যাটার্জি, বিশ্বজিৎ ঘোষ প্রমুখ বাম ছাত্রযুব নেতৃত্ব।