মেদিনীপুরে “নির্ণয়” হাসপাতালের তরফে স্বাস্থ্য সচেতনতা মূলক আলোচনা সভা

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৭ এপ্রিল: আজ ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। হু সংস্থা ১৯৪৮ সাল থেকে আজকের দিনটি বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালন করে আসছে গোটা বিশ্ব জুড়ে। আজ মেদিনীপুর শহরের নামকরা হাসপাতাল “নির্ণয়” আয়োজন করেছিল এক স্বাস্থ্য সচেতনতা মূলক আলোচনা সভা। উক্ত সভার শুভ উদ্বোধন করেন মেদিনীপুর শহরের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার কাঞ্চন কুমার ধাড়া। উপস্থিত ছিলেন সংস্থার ডাইরেক্টর ডাক্তার সন্ধ্যা মণ্ডল ধাড়া, এছাড়াও উপস্থিত ছিলেন ডাক্তার রমেন সাহু, সমাজসেবী গোপাল সাহা ও অরুণ বাউরি সহ হাসপাতালের অন্যান্য কর্মী বৃন্দ ও সমাজের নানা স্তরের মানুষ জন ও গ্রামীণ চিকিৎসক বৃন্দ।

এবারের হু এর স্বাস্থ্য দিবসের মূল থিম আওয়ার প্ল্যানেট, আওয়ার হেলথ। অনুষ্ঠানের শুরুতেই ডাঃ সন্ধ্যা মণ্ডল ধাড়া স্বাস্থ্য নিয়ে আলোচনা করেন ও কি ভাবে সুস্থ থাকা যাবে তা নির্ধারণ করে দেন। সমাজসেবী গোপাল সাহা ওনার বক্তব্যে লকডাউনের সময় কি ভাবে মানুষজন বেঁচে ছিলেন সেটা ব্যাখ্যা করে তার সাথে স্বাস্থের কি সম্পর্ক সেটা বুঝিয়ে বলেন। ডাক্তার কাঞ্চন কুমার ধাড়া তার বক্তব্যে শুধু শারীরিক সুস্থতা নয় মানসিক ভাবে কি ভাবে সুস্থ থাকতে হবে তা আলোচনা করেন। আজকের অনুষ্ঠান একটি বিশেষ গঠন মূলক অনুষ্ঠান হিসেবে পরিলক্ষিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *