সাথী দাস, পুরুলিয়া, ১১ সেপ্টেম্বর: বৃদ্ধ দম্পতির মুণ্ডহীন দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ার আড়ষা থানার তানাশি গ্রামে। আজ দেহ দুটি রক্তাক্ত অবস্থায় দেখতে পান বাড়ির লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে প্রতিবেশীরা যান। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পুলিশ জানায়, মৃতদের নাম পাতই মাঝি (৬৫) এবং তাঁর স্ত্রী লেশাকি মাঝি(৬০)। ওই দম্পতির ছোট ছেলে মুকুন্দ মাঝি পুলিশকে জানান, তিনি বাড়িতে ছিলেন না, বাইরে ছিলেন। পাশাপাশি বাড়িতে মৃত দাদার স্ত্রী সন্তানরা ছিলেন। তাঁরাও টের পাননি। ঘটনাটি বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে ঘটে। কে বা কারা নৃশংসভাবে এই খুন করল তা নিয়ে পরিবারের সঙ্গে ধন্দে পুলিশও।
তবে, প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান জমি সংক্রান্ত বিবাদের জেরে কেউ বা কারা খুন করেছেন ওই বৃদ্ধ দম্পতিকে।