আমাদের ভারত, ৮ এপ্রিল: কুড়মি-আন্দোলনে বিপর্যস্ত রেল পরিষেবা নিয়ে মন্তব্য করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। মুখ্যমন্ত্রীর নাম না করে লিখেছেন, তিনি এগুলো নিয়ে মাথা ঘামান না। মুসলিম ভোটব্যাংক নিয়ে তিনি সব নির্বাচনেই যাত্রা করবেন।
শনিবার তথাগত রায় টুইটারে লিখেছেন, “পশ্চিম ভারত থেকে কলকাতাকে বিচ্ছিন্ন করে রেল ও সড়কে ৬০ ঘণ্টার অবরোধ। সত্যি কথা হল, তিনি এগুলো নিয়ে মাথা ঘামান না। মুসলিম ভোটব্যাংক নিয়ে তিনি সব নির্বাচনেই যাত্রা করবেন!”
এর আগে অপর একটি টুইটে তথাগতবাবু লিখেছেন, “যে সব কারণে কোনো শিল্পপতি পশ্চিমবঙ্গকে ছুঁয়েও দেখবেন না তার মধ্যে একটি হল রেল-রাজপথ অবরোধ। কুড়মি সম্প্রদায়ের দাবী ন্যায্য হতে পারে, নাও পারে, কিন্তু যে বিশাল পরিমাণ যাত্রী ও পণ্য পরিবহন এর ফলে মার খাচ্ছে তার কোনো গুরুত্ব নেই? আগে রেল চলাচল স্বাভাবিক করে তাদের সঙ্গে কথা বলা যেত না? বলাই বাহুল্য, এটি বামপন্থীদের ভোটসর্বস্ব রাজনীতির অবদান, তাদের মেধাবী ছাত্রী মমতা তাদের ভক্তিভরে অনুসরণ করছেন মাত্র। বেকারবাহিনীর আয়তন বাড়ছে তাতে তাঁর কিছু এসে যায় না, মুসলিম ভোটটি হাতে থাকলেই হল। রাজ্যের কপালে আরো কত দুর্ভোগ লেখা আছে!”