দু-একদিনের মধ্যেই তিনি বিজেপিতে ফিরতে চান, বললেন তথাগত রায়

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২৩ আগস্ট: কলকাতায় পা রেখেই বিজেপিতে যোগদানের কথা স্পষ্ট করলেন তথাগত রায়। দমদম বিমানবন্দরে নামার পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এইকথা জানান তিনি।

মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল বলেন, সবে কলকাতায় ফিরলাম। আগে নিজের বাড়িতে যাই। একদিন বিশ্রাম করি। তারপর দলের সঙ্গে যোগাযোগ করব। আশা করছি দু-একদিনের মধ্যেই আমি বিজেপিতে যোগদান করতে পারবো। তথাগত রায়ের মুখে বিজেপিতে ফেরার কথা শুনে উল্লাসে ফেটে পড়েন তাঁর অনুগামীরা। তাঁকে বিজেপিতে স্বাগত জানাতে দমদম বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন তার অনুগামী বিজেপি কর্মীরা। সেখানে তথাগত রায়কে বিজেপিতে স্বাগত জানিয়ে রীতিমতো পোস্টার, ফেষ্টুন নিয়ে উপস্থিত হয়েছিলেন বিধাননগরের বিজেপি কর্মী সমর্থকরা। প্রায় ১০০ জন বিজেপি কর্মী সমর্থক দমদম বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন।

প্রসঙ্গত, সাংবিধানিক দায়িত্ব নিয়ে মোটামুটি ভাবে সক্রিয় রাজনীতি থেকে অবসর নিয়েছিলেন তথাগত রায়। মেঘালয়ের রাজ্যপালের দায়িত্ব শেষ করার পর ফের সক্রিয় রাজনীতিতে ফিরতে পারেন বলে কয়েকদিন ধরেই জল্পনা চলছিল। সেই জল্পনা আরও বৃদ্ধি পায় দিলীপ ঘোষের মন্তব্যে। চলতি সপ্তাহে রাজারাহাটে দিলীপ ঘোষ জানিয়েছিলেন, অনেকেই সাংবিধানিক দায়িত্ব ছাড়বার পরে রাজনীতিতে এসেছেন। এতে নতুন করে কিছু বলার নেই। তবে দলীয় সূত্রের খবর, তথাগত রায় ফের রাজ্য রাজনীতিতেই ফিরছেন। তাঁকে রাজ্য বিজেপির কার্যকরী সভাপতি করতে চায় দিল্লি। রাজ্য বিজেপি বর্তমানে দুই গোষ্ঠীতে বিভাজিত। দুই গোষ্ঠীর মধ্যে সমন্বয় তৈরি করতেই তাঁকে ফের বাংলায় নিয়ে আসছেন জেপি নাড্ডা। তবে এব্যাপারে তথাগত রায় বলেন, সব দলেই গোষ্ঠীবাজি রয়েছে। তৃণমূলে তো রক্তারক্তি হয়। বিজেপিতে সেই উদাহর নেই বলে জানান রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *