আমাদের ভারত, মেদিনীপুর, ১৯ জানুয়ারি: তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার ২৪ ঘন্টা কাটতে না কাটতে নন্দীগ্রামে তার হয়ে দেওয়াল লিখন শুরু করে দিল তৃণমূল নেতা কর্মীরা। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের কেন্দ্যমারি অঞ্চলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে দেওয়াল লিখন শুরু হয়েছে। এনিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে আনন্দিত হয়ে কর্মীরা দেওয়াল লিখে দিয়েছে। সোমবার নন্দীগ্রামের তেখালিতে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা ছিল। সভায় মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন তিনি এবার বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে লড়বেন। এই ঘোষণার পরই উৎফুল্ল তৃণমূল কর্মী সর্মথকরা। ঘোষণার ২৪ ঘন্টা কাটতে না কাটতে নন্দীগ্রামে কেন্দ্যমারি অঞ্চলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে দেওয়াল লিখন শুরু হয়ে যায়।
রাজ্য তৃণমূল যুব সহ সভাপতি সুপ্রকাশ গিরি বলেন, “মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই তৃণমূল কর্মীরা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে দেওয়াল লিখে দিয়েছে। দেওয়াল লিখন ঘিরে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। তমলুক সংগঠনিক জেলার বিজেপি সহ সভাপতি প্রলয় পাল বলেন, “নির্বাচন ঘোষণার আগে এইভাবে দেওয়াল লিখন করা যায় না। কারণ এখন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন। তিনি বলেন, নন্দীগ্রামে মাননীয়া হারবেন। শুধু সময়ের অপেক্ষা।