আমাদের ভারত, ১৬ নভেম্বর: “আমি স্বাধীনতা সংগ্রামী কর্তার সিং সারাভাকে আন্তরিক শ্রদ্ধা জানাই, যিনি জাতীয় স্বাধীনতাকে তাঁর জীবনের লক্ষ্য করে তুলেছিলেন।” রবিবার এক্সবার্তায় এ কথা লিখেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
স্বরাষ্ট্রমন্ত্রী লিখেছেন, “গদর পার্টির মাধ্যমে, তিনি বিদেশে বসবাসকারী ভারতীয়দের ভারতমাতার স্বাধীনতার জন্য সংগ্রাম করতে অনুপ্রাণিত করেছিলেন। তাঁর আত্মত্যাগের ফলে সৃষ্ট জনরোষ স্বাধীনতা আন্দোলনকে আরও তীব্র করে তুলেছিল। কর্তার সিং সারাভার জীবন প্রতিটি দেশপ্রেমিককে তাদের মাতৃভূমির প্রতি আত্মনিবেদনের জন্য অনুপ্রাণিত করে চলবে।”

