আমাদের ভারত, ১২ জুন: দলের সংগঠনে তাঁর কোনও ভূমিকা নেই বলে দাবি করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
আগামী ১০ জুলাই রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। তৃণমূলের তরফে প্রার্থী নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে গেলেও, বিজেপি-র অন্দরে তেমন কোনও শোরগোল চোখে পড়ছে না। বরং সুকান্ত মজুমদার কেন্দ্রে মন্ত্রী হওয়ার পর রাজ্য বিজেপি-র পরবর্তী সভাপতি কে হবেন, সেই নিয়ে জল্পনা শুরু হয়েছে।
এ প্রসঙ্গে প্রশ্নের উত্তরে বুধবার শুভেন্দুবাবু সংবাদমাধ্যমে জানান, প্রার্থী নির্বাচন, প্রচার কৌশল, সব কিছুই বিজেপি-র সংগঠন ঠিক করে। তিনি কোর কমিটির সদস্য। বৈঠকে কিছু বলতে বলা হলে কথা বলেন। অনেক সময় চুপ করেও থাকেন। কিছু জিজ্ঞাসা করলে উত্তর দেওয়ার চেষ্টা করেন।
শুভেন্দুবাবু বলেন, “সামগ্রিক ভাবে তিনি দলের হয়ে প্রতিনিধিত্ব করেন না”। তাঁর কথায়, “প্রার্থী ঠিক হওয়ার পর দলের রাজ্য দফতর আমাকে যখন প্রচারের দায়িত্ব দেয়, আমি নিজের গাড়ি নিয়ে বার হই। সরকারি গাড়ি চড়ি না, দলের থেকে তেলও নিই না। আমাদের বাড়ির পেট্রোল পাম্প থেকে কয়েক লক্ষ টাকা বৈধ রোজগার রয়েছে। রায়গঞ্জে প্রচারে গেলে সেখানে থাকতে হবে। হোটেল ভাড়াও আমি নিজে দেব।
তিনি বলেন, “আমাকে বলা হলে প্রচারে যাই। সংগঠিত করার কাজটা আমার নয়। আমার জেলায় শুধু সংগঠনের লোকেরা রাজ্যের নির্দেশিকা মেনে চলে, আমার পরামর্শও মেনে চলে। এর বাইরে সংগঠনের ব্যাপারে কোনও হস্তক্ষেপ করি না আমি, আগামী দিনে করার ইচ্ছেও নেই।”