সাথী দাস, পুরুলিয়া, ৩০ আগস্ট: দোকানের দেওয়াল কেটে চুরির ঘটনা ঘটল সিসিটিভির নজরদারিতে থাকা পুরুলিয়ার বিশেষ এলাকায়। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে পুরুলিয়া শহরের বিটি সরকার রোডের একটি গোলদারি দোকানে। যে এলাকা কার্যত সুরক্ষা এলাকা হিসেবে পরিচিতি রয়েছে। চারি দিকে বিভিন্ন দোকান, বাজার, পেট্রোল পাম্প এবং একাধিক হোটেল রয়েছে। রয়েছেন রক্ষীরা। তার মধ্যেও দেওয়াল কেটে চুরির ঘটনায় কপালে ভাঁজ ফেলল পুলিশের।

ক্ষতিগ্রস্ত দোকানের মালিক নিয়াজ আহমেদ জানান, রাতে দোকান বন্ধের পর আজ সকালে দোকান খুলতে এসে ঘটনাটি জানতে পারেন তিনি। দোকানের পিছনের দিকের দেওয়ালে একটি ছোট্ট জানালা ছিল। সেই জানালার দেওয়াল কেটে দোকানে ঢুকে ক্যাশ বাক্সে থাকা প্রায় পঞ্চাশ হাজার টাকা নগদ এবং প্রায় সাড়ে তিন লক্ষ টাকার জিনিসপত্র চুরি করে পালায় চোরের দল।
পুরুলিয়া সদর থানার পুলিশ গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।


