আমাদের ভারত, বালুরঘাট, ২৮ ডিসেম্বর: বছর শেষে তৃণমূলের ঘর ভাঙল গেরুয়া শিবির। কাঁচা রাস্তার ইস্যুতে ক্ষোভ উগড়ে তৃণমূল ছাড়লেন শতাধিক মানুষ। তপনে নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন বালুরঘাটের সাংসদ। শনিবার তপন ব্লকের রামচন্দ্রপুরের দাউদপুরের বটতলা এলাকায় একটি পথসভা করে নবাগতদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। যেখানে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি বিনয় বর্মন, প্রাক্তন জেলা সভাপতি শুভেন্দু সরকার সহ একঝাঁক জেলা নেতৃত্বরা। এলাকার বাসিন্দাদের দাবি মহিন্দ্র আদিবাসী পাড়ায় যাতায়াতের জন্য প্রায় ৫০০ থেকে ৬০০ মিটার কাঁচা রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল হয়ে পড়ে রয়েছে। ভোটের সময় নেতা নেত্রীদের বার বার আশ্বাস মিললেও কাজের কাজ কিছুই হয়নি। আর যার প্রতিবাদেই এদিন তৃণমূল ছেড়ে বিজেপির দলীয় পতাকা তুলে নিয়েছেন শতাধিক বাসিন্দা।
এলাকার বাসিন্দা সুনীল কুজুর জানিয়েছেন, দীর্ঘদিন তৃণমূল করেও তাঁদের একমাত্র যাতায়াতের রাস্তা পাকা হয়নি। ভোটের সময় মিলেছে শুধু আশ্বাস। যার প্রতিবাদেই এদিন বিজেপির পতাকা তুলে নিয়েছেন তাঁরা।
বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার জানিয়েছেন, বাসিন্দাদের যাতায়াতের একমাত্র কাঁচা রাস্তা শাসক দল দীর্ঘদিন আশ্বাস দিলেও কোন কাজ হয়নি। সাধারণ মানুষ বিজেপির উপর বিশ্বাস রেখেই দল পরিবর্তন করেছেন। তাদের দাবিদাওয়া পুরণ করতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।