আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৪ মার্চ: উত্তর দিনাজপুর জেলায় হোম কোয়ারেন্টাইনে ১০৩৫ জন এবং রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে কোয়ারেন্টাইনে রয়েছেন ৩৬ জন। তবে উত্তর দিনাজপুর জেলায় এখনও পর্যন্ত কোনও ব্যাক্তিই করোনা ভাইরাসে আক্রান্ত হননি। মঙ্গলবার রায়গঞ্জের কর্নজোড়ায় নিজের দপ্তরে বসে এক সাংবাদিক সম্মেলনে একথা জানালেন উত্তর দিনাজপুরের জেলাশাসক অরবিন্দ কুমার মীনা।
রাজ্য সরকারের নির্দেশ মেনে জেলায় ৪ টি কোয়ারেন্টাইন সেন্টার গড়ে তোলার পাশাপাশি প্রতিটি ব্লকেই কোয়ারেন্টাইন সেন্টার গড়া হয়েছে। জেলাশাসক অরবিন্দ কুমার মীনা এও জানান, আপনাদের মাধ্যমে জেলার প্রতিটি বাসিন্দাকে সচেতন করার জন্য স্যানিটাইজার দিয়ে হাত ধোয়ার পাশাপাশি সবরকম সতর্কতামূলক ব্যাবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করেন তিনি।
সোমবার বিকেল ৫ টা থেকেই সমগ্র উত্তর দিনাজপুর জেলাজুড়ে লক ডাউন শুরু হয়েছে। লক ডাউন সফল করার জন্য জেলাবাসীর কাছে আবেদন জানিয়েছেন জেলাশাসক অরবিন্দ কুমার মীনা। তিনি এও বলেন, করোনা ভাইরাসের মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি হেল্প লাইন চালু করা হয়েছে। হেল্প লাইন নম্বরটি হল ১৮০০৩৪৫৩৩৬৭।