করোনা সংক্রমণ, মৃত্যু ইতিহাসবিদ হরিশঙ্কর বাসুদেবনের

চিন্ময় ভট্টাচার্য, আমাদের ভারত, ১০ মে: করোনা সংক্রমণ মৃত্যুর পথে ঠেলে দিল ইতিহাসবিদ হরিশঙ্কর বাসুদেবনকে। শনিবার গভীর রাতে সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৬৮ বছর। কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের অধ্যাপক, ইন্ডিয়ান কাউন্সিল অব হিস্টোরিক্যাল রিসার্চের প্রাক্তন সদস্য এই ইতিহাসবিদের প্রয়াণে শোকমগ্ন শিক্ষা মহল।

তাঁর পরিজনদের সূত্রে খবর, চলতি মাস শুরুতে হরিশঙ্কর বাসুদেবন জ্বরে আক্রান্ত হন। শ্বাসকষ্ট ও গলাব্যথাও ছিল। এর পর তাঁকে সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। করোনার সমস্ত উপসর্গ থাকায় দ্রুত তাঁর পরীক্ষা করানো হয়। বৃহস্পতিবার সকালে রিপোর্ট সেই পজিটিভ আসে। এর পর শুক্রবার শ্বাসকষ্ট বাড়লে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। কিন্তু শেষরক্ষা হয়নি।

অধ্যাপক বাসুদেবনের করোনা রিপোর্ট পজিটিভ আসার পরই পুলিশ তাঁর সল্টলেকের বাড়ির আশপাশের এলাকা সিল করে দিয়েছে। সঙ্গে, পরিবারের পাঁচ সদস্যকে হোম-কোয়ারান্টাইনে থাকার নির্দেশ দিয়েছে বলেই সূত্রের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *