সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৬ অক্টোবর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ভার্চুয়ালি উদ্বোধনের পরেই আজ তৃতীয়াতেই দর্শকদের জন্য খুলে দেওয়া হলো হরেশ্বরমেলা ইন্দারাগোড়া সর্বজনীন দুর্গা পুজোর প্যান্ডেলের। এদিনই ভিড় শুরু হয়ে যায় প্যন্ডেলে।
বাঁকুড়া শহরের অন্যতম মেগা পুজো হরেশ্বরমেলা ইন্দারাগোড়া সর্বজনীনের উদ্বোধন ঘিরে উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। আজ বিকেলেই ভার্চুয়ালি পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। বিগত বছরগুলোতে সাড়া জাগানো এই পুজোর প্যান্ডেল দেখতে ভিড় জমিয়েছে উৎসুক দর্শকরা। কোন আঙ্গিকে এবার পুজোর আয়োজন তা দেখতে তৃতীয়াতেই ভিড় উৎসাহী দর্শনার্থীদের।
এবার থিম মোদের গর্ব বাংলা। থিমে ফুটে উঠেছে গ্রামীণ বাংলার সারা বছরের জনজীবন। বাংলার তের পার্বন- এর নানা চিত্র স্হান পেয়েছে। বাদ যায়নি একতারা হাতে বাউলের গান, পটচিত্র। মূলত খড়, কাপড়, আর থার্মোকল এই সব উপকরণ দিয়েই মন্ডপ নির্মাণ করেছেন মেদিনীপুরের ডেবরার শিল্পী প্রশান্ত খাটুয়া।তিনি জানান, প্রায় এক মাসের অধিক সময় ধরে এই মন্ডপ গড়ে তুলেছেন তারা। বাংলার জনজীবনের
ছবিকেই তুলে ধরতে চেয়েছেন।
উদ্যোক্তাদের পক্ষে বিশ্বজিৎ চেল জানান, এবার ১৬ লক্ষ টাকার বাজেট তাদের।পুজোর কটা দিন পূজার্চনায় মেতে থাকবে এলাকা।পুজোর কটা দিন বাদ দিয়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।