স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৮ সেপ্টেম্বর: বাড়ির সামনে জুয়া খেলা এবং মদ্যপানের প্রতিবাদ করায় শ্লীলতাহানী, বাড়ি ভাঙ্গচুর এবং মারধরের অভিযোগ উঠল এলাকার কয়েকজন যুবকের বিরুদ্ধে। ঘটনাটি নদিয়ার শান্তিপুর পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের ডাবরের পাড়া এলাকার।
অভিযোগ, বাড়ির সামনে ওই এলাকারই কয়েকজন যুবক প্রায় নিত্যদিন জুয়ার আসর বসাতো। শুধু তাই নয়, চলত মদ্যপান এবং অশ্লীল ভাষায় গালিগালাজ। গতকাল রাতে মূলত তার প্রতিবাদ করাতেই এক মহিলাকে মারধরের অভিযোগ ওঠে। এরপরে বাড়িতে ঢুকে চালানো হয় ভাঙ্গচুর। পাথর ছুড়ে বাড়ির টালি ভেঙ্গে দেওয়া হয়। এই প্রথম নয়, এর আগেও প্রতিবাদ করতে গেলে ওই এলাকার একাধিক ব্যক্তিকে মারধর করে অভিযুক্ত ওই যুবক।
অবশেষে এদিন ওই অভিযুক্তের বিরুদ্ধে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। চরম আতঙ্কে দিন কাটাচ্ছে ওই পরিবার। এলাকাবাসীরা চাইছেন যত দ্রুত সম্ভব আইনের মাধ্যমে ওই অভিযুক্তকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক।