পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩১ অক্টোবর: পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের দশগ্রাম স্কুলে এক মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানাগেছে, গত ২৮ অক্টোবর স্কুলের হোস্টেলে আসে ওই ছাত্র অভিনন্দন সামন্ত (১৬)। দু’দিন ক্লাসও করে সে। শুক্রবার ভোরে স্কুলের এক শ্রেণিকক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার হয়।
মৃত অভিনন্দনের বাড়ি সবংয়ের ১৩ নম্বর অঞ্চলের বিষ্ণুপুর এলাকায়। সে এই বছরের মাধ্যমিক পরীক্ষার্থী ছিল। ঘটনাকে ঘিরে রহস্য ঘনীভূত হয়েছে।
স্কুলের এক শিক্ষক জানান, “গতকাল রাতে পড়াশোনা করে, খাওয়া-দাওয়া সেরে হোস্টেলে ঘুমোতে যায় অভিনন্দন। আজ সকালে ক্লাসরুমে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।”
ঘটনার খবর পেয়ে সবং থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

