আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ১৯ আগস্ট:
নিজের বাড়ির গ্রিলের গেটের সাথেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। মৃতের নাম কল্যাণ বিশ্বাস(৪১)। বুধবার ভোরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার নরেন্দ্রপুর থানার অন্তর্গত গড়িয়া পাঁচপোতা এলাকায়। ভোর তিনটে নাগাদ তাঁর ঝুলন্ত মৃতদেহ প্রথমে দেখেন তাঁর স্ত্রী অঞ্জনা বিশ্বাস। তিনিই নরেন্দ্রপুর থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, শ্বশুরের শরীর খারাপ থাকার কারণে গত কয়েকদিন ধরেই কল্যান বাবু শ্বশুর মশাইয়ের সাথে ঘুমচ্ছিলেন। রাজ্য সরকারের এই কর্মী রাইটার্স বিল্ডিংয়ে কর্মরত ছিলেন। গতকাল রাতেও অন্যান্য দিনের মতো রাতের খাবার খেয়ে ঘুমোতে গিয়েছিলেন। তবে কি কারণে তিনি আত্মঘাতী হলেন সে বিষয়টি পরিস্কার নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ আছে কি না সেটাও খতিয়ে দেখছে পুলিশ। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রজু করে ঘটনার তদন্ত করছে নরেন্দ্রপুর থানার পুলিশ।