জে মাহাতো, আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ১৪ অক্টোবর: এক প্রৌঢ়ার ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার অন্তর্গত মল্লিকপুর হরিহরপুর এলাকায়। মৃতার নাম বর্ণালী সাহা(৫২)। বারুইপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বাড়িতে একাই থাকতেন ঐ মহিলা। এদিন বিকেলে এলাকার বাসিন্দারা জানালা দিয়ে দেখতে পান ঘরের মধ্যে ঝুলছে ঐ মহিলার দেহ। তড়িঘড়ি তাঁরা বারুইপুর থানায় খবর দিলে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। কি কারণে ঐ মহিলা আত্মঘাতী হলেন সে বিষয়ে তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।