গোপাল রায়, আরামবাগ, ৭ জানুয়ারি: এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল গোঘাটে। গোঘাটের বেঙ্গাই গ্রাম পঞ্চায়েতের চণ্ডীপুরে গ্রামে পুকুরের পাড়ের গাছের মধ্যে এক ব্যক্তিকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখতে পায় স্থানীয় মানুষ। স্থানীয়রা পরে গোঘাট থানার পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহটিকে উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানাগেছে, ওই ব্যক্তি দুইদিন আগে থেকে নিখোঁজ ছিল। ওই ব্যক্তির নাম খোকন মালিক ৫০। বাড়ি ওই এলাকাতেই। মৃতদেহটি উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। গোঘাট থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।