আমাদের ভারত, মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: বৃহস্পতিবার সকালে ডেবরা ব্লকের ভগবানপুর এলাকা থেকে পুলিশ এক ব্যাক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে। মৃত ব্যাক্তির নাম শিশির কুমার বেরা (পঞ্চাশ)। তিনি ডেবরা ব্লকের ৩ নং সত্যপুর গ্রাম পঞ্চায়েত অফিসের চতুর্থ শ্রেণির কর্মচারী ছিলেন। মৃতের পরিবারের লোকজন জানিয়েছেন, শিশিরবাবু বুধবার রাতে বাড়ি ফেরেনি। সকালে বাড়ির কাছে একটি গাছে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায়। পরে পুলিশকে খবর দিলে ডেবরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
জানা গেছে, মৃতের পকেট থেকে একটি সুসাইড নোট পাওয়া গেছে। তাতে কয়েকজনের নাম লেখা আছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে ডেবরা থানার পুলিশ। সেই সঙ্গে সুইসাইড নোটটি কার লেখা তাও তদন্ত করে দেখছে পুলিশ। মৃতের পরিবারের অভিযোগ, শিশির কুমার বেরাকে পরিকল্পিতভাবে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। দোষীদের শাস্তির দাবি জানিয়েছে পরিবারের সদস্যরা। সুইসাইড নোটে যাদের নাম লেখা আছে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে ডেবরা থানার তদন্তকারী আধিকারিক জানিয়েছেন।