তৃণমূল জেলা কমিটির সভায় গরহাজির অর্ধেক সদস্য

জে মাহাতো, ঝাড়গ্রাম, ১৮ নভেম্বর: তৃণমূলের ঝাড়গ্রাম জেলা কমিটির বৈঠকে অর্ধেক সদস্যই গরহাজির। এই নিয়ে দলের মধ্যে প্রবল অস্বস্তি দেখা দিয়েছে।

বিধানসভার প্রয়াত ডেপুটি স্পিকার তথা দু’বারের  মন্ত্রী ঝাড়গ্রামের বিধায়ক সুকুমার হাঁসদার স্মরণসভার রূপরেখা ঠিক করতে গতকাল ঝাড়গ্রাম বনাঞ্চল সভাঘরে জেলা তৃণমূলের পক্ষ থেকে আলোচনা সভা ডাকা হয়েছিল। সেই সভায় জেলা কমিটির ৯৮ জন সদস্যকে আমন্ত্রণ জানানো হয়, কিন্তু তাদের মধ্যে মধ্যে হাজির ছিলেন মাত্র ৪৯ জন। অনুপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো, জেলা কো-অর্ডিনেটর উজ্জ্বল দত্ত,  সাধারণ সম্পাদক সত্যরঞ্জন বারিক, রাজ্য যুব তৃণমূলের সহ-সভাপতি দেবনাথ হাঁসদা এবং তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি আর্য ঘোষ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ জেলা নেতৃত্ব। যা নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে তৃণমূলের অন্দরেই।

উপস্থিতি প্রসঙ্গে ছত্রধর মাহাতো জানিয়েছেন, ‘‘বাঁদনা উৎসবে বাড়িতে কিছু অতিথি আসায় যাওয়া সম্ভব হয়নি। তাই যেতে পারিনি। জেলা তৃণমূলের একটি অংশ জানাচ্ছে শুভেন্দুকে নিয়ে দ্বিধায় রয়েছেন অনেকেই। অনেকেই প্রশান্ত কিশোরের টিমের খবরদারি মোটেই পছন্দ করছেন না। সভায় উপস্থিত অনেকেই  প্রশ্ন তোলেন  ৯৮ জন সদস্যের জেলা কমিটিতে তাদের গুরুত্ব এবং দায়িত্ব কি তা স্পষ্ট করে কিছু জানানো হয়নিl একাধিক সদস্য প্রশ্ন তোলেন, ৯৮ জন সদস্যের জেলা কমিটিতে তাঁদের দায়িত্বটা কী সেটাই এখনও খোলসা করা হয়নি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *