হলদিয়া পৌরসভার চেয়ারম্যান শ্যামল আদকের পদত্যাগপত্র গৃহীত হল বোর্ড মিটিংয়ে

আমাদের ভারত, হলদিয়া, ২ ফেব্রুয়ারি: হলদিয়া পৌরসভার চেয়ারম্যানের পদত্যাগপত্র গৃহীত হল আজ বিশেষ কাউন্সিলরদের বৈঠকে। হলদিয়া পৌরসভার নতুন চেয়ারম্যান নির্বাচন হবে আগামী ৫ ফেব্রুয়ারি।

হলদিয়া পৌরসভার চেয়ারম্যান শ্যামল আদক গত ১৪ জানুয়ারি পদত্যাগ করেন চেয়ারম্যানের পদ থেকে। সেই পদত্যাগপত্র তিনি বোর্ড অফ কাউন্সিলর এবং মহকুমাশাসকের কাছে পাঠিয়েছিলেন। নিয়ম অনুযায়ী চেয়ারম্যানের ১৫ দিনের মধ্যে মিটিং ডাকার কথা। কিন্তু তিনি না ডাকলে, তারপরের ৭ দিনের মধ্যে ভাইস চেয়ারম্যান মিটিং ডেকে সিদ্ধান্ত নিতে পারেন। সেই মত আজ কাউন্সিলরদের বিশেষ বৈঠক ডাকা হয় এবং সেই বৈঠকে চেয়ারম্যান শ্যামল আদকের পদত্যাগপত্র নিয়ে আলোচনা হয়। ভাইস চেয়ারম্যান সুধাংশু মন্ডলের ডাকা এই বৈঠকে পদত্যাগপত্র গৃহীত হয়েছে আজ।

শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ হওয়ার অভিযোগ উঠছিল শ্যামল আদক এর বিরুদ্ধে। শ্যামল আদকের বিরোধীপক্ষ চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনার চিন্তা করছিল। অনাস্থার পরিস্থিতি বিবেচনা করে চেয়ারম্যান শ্যামল আদক তড়িঘড়ি পদত্যাগের সিদ্ধান্ত নেন। শ্যামল আদক তাঁর পদত্যাগপত্র হলদিয়া পৌরসভার বোর্ড অফ কাউন্সিলর এর কাছে জমা দেন এবং এক কপি হলদিয়া মহাকুমা শাসকের কাছেও জমা দেন। আজ সেই পদত্যাগপত্র বোর্ড অফ কাউন্সিলরের মিটিংয়ে গৃহীত হয়েছে। এই মিটিংয়ে মন্ত্রী ডঃ সৌমেন মহাপাত্রের উপস্থিতিতে সিদ্ধান্ত হয়েছে আগামী ৫ ফেব্রুয়ারি নতুন চেয়ারম্যান নির্বাচন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *