আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৪ মে: আগামী মাসেই পূর্ব মেদিনীপুর জেলা সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে আচমকা বুধবার পূর্ব মেদিনীপুর জেলার শিল্পনগরী হলদিয়া সফরে এলেন রাজ্যপাল জগদীপ ধনকর। বুধবার সস্ত্রীক সড়কপথে হলদিয়া এসে পৌঁছান তিনি। আর সেখান থেকেই সিন্ডিকেট নিয়ে সরব হন রাজ্যপাল জগদীপ ধনকর।
রাজ্যপাল জানান, “হাইকোর্ট সিন্ডিকেট এবং মাফিয়া রাজ নিয়ে পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছে। রাজ্য সরকার সুপ্রিমকোর্টে দ্বারস্থ হয়েছে এই বিষয় নিয়ে। সুপ্রিম কোর্ট এ বিষয়ে হস্তক্ষেপ করবে না জানিয়ে দিয়েছে। রাজ্যে সিন্ডিকেট এবং মাফিয়া রাজ চলছে।”
মঙ্গলবার রাতেই টুইট করে হলদিয়া সফরের কথা জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর। এরপর বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ হলদিয়া বন্দরের অতিথি নিবাসে এসে উপস্থিত হন রাজ্যপাল। সেখানে সিআইএসএফের তরফ থেকে রাজ্যপালকে গার্ড অব অনার দেওয়া হয়। সেখানে প্রায় এক ঘন্টা কাটানোর পর হলদিয়া বন্দর পরিদর্শনে যান তিনি। জলযানে করে বেশ কিছুটা এলাকা পরিদর্শন করেন। এরপর ফের অতিথি নিবাসে ফিরে এসে শিল্প কর্তাদের নিয়ে বৈঠক করেন তিনি। পরে আইওসির নতুন প্ল্যান্ট পরিদর্শন এবং চৈতন্যপুর বিবেকানন্দ মিশন আশ্রমের নতুন প্রকল্পের সূচনা করেন তিনি।
ভোট-পরবর্তী হিংসার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “চরম বর্বরতা, হিংসার স্বাক্ষী হলো গোটা রাজ্য। যা আগে দেখা যায়নি। হিংসার চরম নিদর্শন শুধু মানুষের মানবাধিকারকেই ক্ষুণ্ন করেনি, ডাকাতি, খুন, ধর্ষণ, রাহাজানির ঘটনা ঘটলো। কিন্তু গণমাধ্যম চুপ করে থাকলো। মিডিয়ার লোকজন এতটাই পঙ্গু যে তারা এতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা, বর্বরতা ঘটনা গণতন্ত্রের খুন হওয়া দেখেও কাজে তার কোন প্রতিফলন ঘটালো না। আমি প্রত্যেকের কাছে আবেদন করছি, যে পৃথিবী পরিবর্তন হচ্ছে। ভারত ও পরিবর্তন হচ্ছে। ভারত এগোচ্ছে ও বিশ্বের দরবারে নিজের জায়গা করে নিচ্ছে। সর্বদিকে ভারত বাণিজ্য প্রসার ঘটাচ্ছে।