আমাদের ভারত, ১৯ নভেম্বর:মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সৈয়দকে ১০ বছরের কারাদণ্ড দিল পাকিস্তানের আদালত। এর আগে একাধিক মামলা ইতিমধ্যে দোষী সাব্যস্ত হয়েছে হাফিজ। এছাড়াও আরও দুটি নাশকতামূলক ঘটনায় হাফিজকে দোষী সাব্যস্ত করেছে পাক আদালত।
হাফিজকে পাকিস্তানে কারাদণ্ড দেওয়ার ঘটনা এই প্রথম নয়। এর আগে ফেব্রুয়ারি মাসেই সন্ত্রাসবাদী কার্যকলাপ আর্থিক মদত দেওয়ার অভিযোগে হাফিজ ও তার সহযোগীদের ১১ বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছিল।
বর্তমানে লাহোরের কোট লাখপত জেলে রয়েছে হাফিজ। সন্ত্রাসবিরোধী আদালত হাফিজ সহ জামাত-উদ-দাওয়ার ৪ নেতাকে কারাদণ্ড দিয়েছে। হাফিজ ছাড়াও তার দুই সহযোগীকে মোট সাড়ে দশ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া হাফিজের শালা আব্দুর রহমান মাক্কিকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
আগেই নয়াদিল্লি তরফে হাফিজের বিরুদ্ধে একাধিক তথ্য-প্রমাণ ইসলামাবাদের হাতে তুলে দেওয়া হয়েছে।কিন্তু তা নিয়ে কোনও হেলদোল নেই পাকিস্তানের। হাফিজকে আন্তর্জাতিক জঙ্গির তকমা দিয়েছে আমেরিকা ও রাষ্ট্রপুঞ্জ।