সুশান্ত ঘোষ, বনগাঁ, ২৯ এপ্রিল: সাত সকালে হঠাৎ বয়ে যাওয়া দমকা হাওয়া ও বৃষ্টিতে লন্ডভন্ড হয়ে গেছে গাছ-পালা, কাঁচা ঘর-বাড়ি ও সবজি ক্ষেত। মঙ্গলবার সকাল ১০ টা নাগাদ উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার হঠাৎ দমকা হাওয়া শুরু হয়। মাত্র ২০ মিনিটের মতো স্থায়ী দমকা হাওয়ায় ছোটখাটো অনেক কাঁচা ঘর ভেঙ্গে পড়ে। উল্টে যায় বসতবাড়ি, রান্নাঘর, ছাউনি ও গাছ-পালা। উপড়ে পড়ে বিদ্যুতের পোস্ট।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, সাত সকালের ঝড়ে হঠাতই গোপালনগ থানার পাল্লা, রসুলপুর সহ বিভিন্ন এলাকায় ছোটখাটো কাঁচা বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া গাছ, বিদ্যুতের পোস্ট ভেঙ্গে পড়ে। যদিও ক্ষতিগ্রস্ত মানুষদের সহযোগিতা করতে সন্ধ্যা পর্যন্ত কোনও প্রশাসনের কর্তাদের গ্রামে দেখা যায়নি। এমনিতেই করোনার ফলে দীর্ঘ দিন ধরে লকডাউন চলছে। সেই সব ক্ষতিগ্রস্ত পরিবার অনাহারে দিন কাটাচ্ছে। এরপর সামান্য দমকা হাওয়ায় ক্ষতি।