আমাদের ভারত, ১৭ জুলাই: “পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সব সময়ই অসৎ কথা বলেন। গুলবাজ দি গ্রেট!” বৃহস্পতিবার এক্স বার্তায় শেয়ার করা ১ মিঃ ৫০ সেকেন্ডের ভিডিয়োতে এই মন্তব্য করলেন সুজন চক্রবর্তী।
ভিন রাজ্যে বাংলাভাষীদের হেনস্থার অভিযোগ প্রসঙ্গে সুজনবাবু মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন। বলেন, “নানা ভাবে বাংলার মানুষ হেনস্থা হচ্ছে, এই বলে উনি পিছলে গেছেন। উনি তো সরকারে আছেন! অসমের সঙ্গে, দিল্লির সঙ্গে, গুজরাটের সঙ্গে যোগাযোগ করে কেন এমন হচ্ছে, এটা দেখা তো ওনার দায়িত্ব! সেই সঙ্গে এটাও তো বলা উচিত, আমিই অনুপ্রবেশকারী বলে কাগজ ছুঁড়েছিলাম বটে, সেটা ভুল করেছি, ভুল বুঝেছি, আপনারা মেনে নিন। ব্যাস মিটে যাবে!
উনি কেন বললেন না, ২০০৩-এর নাগরিকত্ব সংশোধনী আইন আমি সমর্থন করেছি! আপনারা অন্যায় করবেন না। সে সব না বলে যত দোষ নন্দ ঘোষ— বাম, বাম আর বাম।
কত অপরাধ বাম নেতাদের বিরুদ্ধে! মুখ্যমন্ত্রী, আপনাকে কি বাম নেতাদের কাছ থেকে টাকা খেতে হয়েছে নাকি ১৪ বছরে তাঁদের কারও বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারলেন না? ১৮টা কমিশন করেছেন! সরকারের ৩২ কোটি টাকা ধ্বংস করেছেন! শ্রাদ্ধ করেছেন! কমিশনের রিপোর্ট প্রকাশ করেননি! ২১শে জুলাইয়ের তদন্ত রিপোর্টও প্রকাশ করতে পারলেন না?
করলে দেখা যাবে, এতদিন যা বলেছেন সব মিথ্যে! দেখা যাবে, আপনার বাস্তবে কথা বলার কোনও অধিকার থাকে না। এটা দুর্ভাগ্য, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সব সময়ই অসৎ কথা বলেন। গুলবাজ দি গ্রেট!”
এই বক্তব্যর সঙ্গে এক্স বার্তায় সুজনবাবু লিখেছেন— “মুখ্যমন্ত্রী মিছিল করলেন, বামেদের বিরুদ্ধে অভিযোগ করলেন। কিন্তু বললেন না, আমিই অনুপ্রবেশকারী বলে কাগজ ছুঁড়েছিলাম। বললেন না, আমি ২০০৩- এ নাগরিকত্ব আইনের বিরোধিতা করিনি। বামেদের বিরুদ্ধে অভিযোগ থাকলে ১৪ বছরে কিছু করেননি কেন! উনি কি বামেদের কাছে থেকে টাকা খেয়েছেন?”