রাজেন রায়,কলকাতা, ১৬ নভেম্বর: সোমবার সকালে বারাসতে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মন্তব্য করেছিলেন, তিনি বাংলাকে গুজরাত বানাতে চান।
গুজরাটের মত উন্নয়নের জোয়ার আনতে চান পশ্চিমবঙ্গেও। তারই পালটা ফিরহাদ এদিন জানিয়ে দেন, বাংলাকে গুজরাট হতে দেব না। দিলীপ ঘোষ বাংলা ছেড়ে দিন। চলে যান গুজরাটে। আমরা বাংলায় ভালো আছি।’
সোমবার কলকাতায় ভাইফোঁটা উপলক্ষ্যে এক অনুষ্ঠানে যোগ দিয়ে কলকাতার পুর প্রশাসক ফিরহাদ হাকিম এভাবেই দিলীপ ঘোষের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘ গুজরাটে ২০০০ মানুষ খুন হয়েছে। ইসরাত জাহানের মত অনেকের এনকাউন্টার হয়েছে। গুজরাট ও ইউপি হলে শুধু এনকাউন্টারেই মারা যাবে মানুষ। এখানে যত বড় ক্রিমিনাল হোক না কেন, তাকে কোর্টে পেশ করা হয়। ওখানকার নিয়ম শুধু এনকাউন্টারে মেরে দেওয়া। সেজন্য আমরা বাংলাকে গুজরাট হতে দিতে চাই না। তাই আমরা বাংলাকে বাংলাই রাখতে চাই।
রবীন্দ্রনাথের বাংলা, নজরুলের বাংলা, বিবেকানন্দের বাংলা, ঠাকুর শ্রীরামকৃষ্ণের বাংলাকে গুজরাট পরিণত করব, না বাংলায় রাখব তা মানুষকে ঠিক করতে হবে।’
গুজরাটের উন্নয়ন মডেলের উপর প্রশ্ন তুলে ফিরহাদ বলেন, ‘গুজরাটে ন্যানো বন্ধ। শুধু আদানি আম্বানি ছাড়া বাকি সবারই দুরবস্থা। উল্টে বাংলায় শিল্পের অনেক বেশি সম্ভবনা। এখানে প্রতিদিন নতুন নতুন এমএসএমই খুলছে। এখানে ধর্মে ধর্মে ভেদাভেদ করে কারখানা হয় না। বাংলাকে কখনও গুজরাত হতে দেব না। আমরা বাংলায় গুজরাতের দাঙ্গা চাই না। বাংলাকে বাংলার মতই রাখতে চাই।’