আমাদের ভারত, হাবড়া, ১৭ নভেম্বর: ‘বাংলাকে গুজরাট বানানো’র কথা বলেছিলেন দিলীপ ঘোষ। এবার তার পালটা জবাব দিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। মঙ্গলবার উত্তর ২৪ পরগনার হাবড়ায় নিজের ৬৪তম জন্মদিনের একটি অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী বলেন, গুজরাট স্বর্গ নয়। ওখানে গেলে ব্রহ্মা, বিষ্ণু বা মহেশ্বরকে দেখা যাবে না।’
সোমবার খাদ্যমন্ত্রীর ডেরা বারাসতে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন, বাংলাকে আমরা গুজরাট বানাব। তার ৩৬ ঘণ্টার মধ্যে পালটা জবাব দিলেন জ্যোতিপ্রিয়। তিনি বললেন, ‘গুজরাট কি স্বর্গ নাকি? ওখানে গেলে কি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকে দেখা যাবে? গুজরাটকে মানুষ চেনে দাঙ্গার জন্য। ট্রেন পোড়ানোর জন্য। আমরা এই বাংলাকে কিছুতেই গুজরাট হতে দেব না।’
আসন্ন ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাংলাকে পাখির চোখ করেছে বিজেপি। বাংলায় প্রচার বিশেষজ্ঞ অমিত মালব্যকে দায়িত্ব দেওয়া হয়েছে। সঙ্গে পাঁচটি জোনে পাঁচ জন কেন্দ্রীয় নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সে ব্যাপারে খাদ্যমন্ত্রী বলেন, ‘ওরা যত জনকে দায়িত্ব দিক না কেন, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কেই চান। তাঁর পাশেই রয়েছেন।’
এদিন ফের রাজ্যপাল জগদীপ ধনকড়কে বিজেপির ‘এজেন্ট’ ও ‘সুপার সভাপতি’ বলেছেন। পাশাপাশি তিনি আরও বলেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে দিলীপ ঘোষ যে আসন থেকে লড়াই করবেন, সেখান থেকেই তাঁকে হারাব।
এদিন ছিল খাদ্যমন্ত্রীর ৬৪তম জন্মদিন। সেই জন্মদিনটি তিনি হাবড়ার বাণীপুর এলাকার একটি ভবঘুরে আবাসের বৃদ্ধ-বৃদ্ধাদের সঙ্গে কাটিয়েছেন। তাঁদের তিনি খাবার ও শীতের পোশাক দিয়েছেন।